22 C
Dhaka
শুক্রবার, ডিসেম্বর ৬, ২০২৪
অপরাধ ও প্রশাসনমাদারীপুরে স্বাস্থ্য অতিরিক্ত সচিবের পদত্যাগ চেয়ে মৈত্রী মিডিয়ায় সংবাদ সম্মেলন।

মাদারীপুরে স্বাস্থ্য অতিরিক্ত সচিবের পদত্যাগ চেয়ে মৈত্রী মিডিয়ায় সংবাদ সম্মেলন।

প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক সাংবাদিক রোজিনা ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহার ও তাকে হেনস্তারা তীব্র প্রতিবাদ জানিয়েছে মাদারীপুরের সাংবাদিকরা। মঙ্গলবার রাত ৮টায় মৈত্রী মিডিয়া সেন্টারে আয়োজিত সভায় সাংবাদিকরা এ প্রতিবাদ জানান। এ সময় বক্তরা বলেন, সাহসী সাংবাদিক রোজিনা ইসলামকে আটকে রেখে তার বিরুদ্ধে মিথ্যে অপবাদে মামলা এবং তাকে কারাগারে পাঠানোর ঘটনা গোটা দেশের মানুষের কাছে আজ লজ্জার। সবাই স্বাস্থ্য বিভাগকে ধিক্কার জানাচ্ছে। সরকারের কাছে দাবি, স্বাস্থ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব কাজী জেবুন্নেছা বেগম ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের পদত্যাগ ও বিচারের আওতায় আনতে হবে। তাদের জবাবদিহি করতে হবে। কোন ভাবেই এই নেক্কারজনক ঘটনা কোন সরকারি আমলাকে ছাড় দেওয়া যাবে না। এ সময় বক্তব্য রাখেন, মাদারীপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জ্যেষ্ঠ সাংবাদিক জাহাঙ্গীর কবির, মৈত্রী মিডিয়া সেন্টারের উপদেষ্টা ও জ্যেষ্ঠ সাংবাদিক সেলিম ফরাজি, মৈত্রী মিডিয়া সেন্টারে সভাপতি ও জ্যেষ্ঠ সাংবাদিক মাহাবুবুর রহমান বাদল, সাধারণ সম্পাদক এস এম আরাফাত হাসান, প্রথম আলোর মাদারীপুর প্রতিনিধি অজয় কুন্ডু প্রমুখ।

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বাধিক পঠিত

পাঠকের মন্তব্য