30 C
Dhaka
শুক্রবার, এপ্রিল ১৯, ২০২৪
খেলাধুলাজামালদের কাতার যাত্রায় ২ নতুনত্ব

জামালদের কাতার যাত্রায় ২ নতুনত্ব

জাতীয় ফুটবল দল দেশের বাইরে অনুশীলন, ক্যাম্প করতে গেলেও সংবাদ সম্মেলন হতো। জাতীয় দল কোনো আমন্ত্রিত বা বড় কোনো টুর্নামেন্ট খেলতে গেলে সাংবাদিক সম্মেলন অবধারিত। বিশ্বকাপ ও এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচ খেলতে আজ কাতার যাচ্ছেন জামালরা। এত বড় অ্যাসাইনমেন্টে যাচ্ছেন ফুটবলাররা, কিন্তু এর আগে আনুষ্ঠানিক কোনো সংবাদ সম্মেলন হয়নি। নিকট অতীতে জাতীয় ফুটবল দলের বিদেশ সফরের আগে সংবাদ সম্মেলন না হওয়ার ঘটনা নেই। করোনা পরিস্থিতির মধ্যে নেপাল সফরের আগেও সংবাদ সম্মেলন হয়েছে। 

গতকাল বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে শেখ জামাল ধানমন্ডি ক্লাবের বিপক্ষে ম্যাচ খেলছে জাতীয় দল। ম্যাচ শেষে ব্রিটিশ কোচ জেমি ডে কাতার সফর নিয়ে বলেন, ‘তিনটি ম্যাচ থেকে আমরা সর্বোচ্চ পয়েন্ট চাই। এজন্য আমাদের সেরা খেলাটাই খেলতে হবে।’ কোচের মতো সিনিয়র ফুটবলার তপু বর্মণও আশা দেখিয়েছেন, ‘আমরা ভালো কিছু উপহার দিতে চাই কাতার থেকে। দোয়া চাই সকলের।’

সংবাদ সম্মেলন ছাড়া আরেকটি নতুনত্ব আছে আজকের কাতার সফরে। জামাল ভূঁইয়ার পর দ্বিতীয় প্রবাসী ফুটবলার জাতীয় দলের খেলার জন্য বিমানে উঠলেন তারিক কাজী। জামাল প্রথম প্রবাসী ফুটবলার হিসেবে উঠেছিলেন ২০১৩ সালে কাঠমান্ডু সাফে। জামালের আট বছর পর দ্বিতীয় প্রবাসী ফুটবলার হিসেবে বিমানে উঠলেন ফিনল্যান্ড প্রবাসী এই ফুটবলার।

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বাধিক পঠিত

পাঠকের মন্তব্য