রমজানে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করে আলেমদের গ্রেফতার বন্ধ, কওমি মাদরাসাগুলো খুলে দেওয়াসহ চার দফা দাবি তুলে ধরে হেফাজতে ইসলাম। সরকারও দাবিগুলো মেনে নেওয়ার আশ্বাস দিয়েছিল— দাবি সংগঠনটির। কিন্তু এখনো গ্রেফতার অভিযান চলমান থাকায় এবং মাদরাসাগুলো খুলে না দেওয়ায় হতাশ তারা।
এরপরও অরাজনৈতিক সংগঠনটির পক্ষ থেকে সরকারের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে ফের সাক্ষাতের চেষ্টা চালাচ্ছেন হেফাজতের নেতারা। একইসঙ্গে হেফাজতের পাঁচ সদস্যের আহ্বায়ক কমিটি পূর্ণাঙ্গ করার কাজও শুরু হয়েছে। খুব শিগগিরই পূর্ণাঙ্গ কমিটির ঘোষণা আসতে পারে।