- পরকীয়ার জেরে আড়াই বছরের শিশুকে পিটিয়ে ও শ্বাসরোধ করে
হত্যার অভিযোগ উঠেছে। রাজধানীর কেরানীগঞ্জ থেকে হত্যার পর মরদেহ মাদারীপুরে দাফনের জন্য নিয়ে আসলে বেড়িয়ে আসে ঘটনার রহস্য। জিজ্ঞাসাবাদের জন্য অভিযুক্ত মা শারমিন আক্তারকে আটক করেছে পুলিশ। ময়না তদন্তের জন্য শিশু ইমতিয়াজের মরদেহ ২৫০ শয্যা জেলা হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
মাদারীপুর সদর উপজেলার খোয়াজপুর-টেকেরহাট এলাকার মালয়েশিয়া প্রবাসী দবির বেপারীর স্ত্রী শারমিন আক্তার পরকীয়ায় জড়িয়ে পড়ে চাচা শশুর আমির বেপারীর সাথে। একমাস আগে দবিরকে ডিভোর্স দিয়ে ছোট ছেলে ইমতিয়াজকে নিয়ে আমিরের সাথে রাজধানী ঢাকার কেরানীগঞ্জের একটি বাসায় বসবাস শুরু করেন শারমিন। সোমবার রাত ১টার দিকে ইমতিয়াজের মরদেহ দাফনের জন্য মাদারীপুরে নিয়ে আসেন তিনি। এরপর শুরু হয় হট্টোগোল। পরে মঙ্গলবার সকালে পুলিশকে খবর দেয়া হলে জিজ্ঞাসাবাদের জন্য অভিযুক্ত মা শারমিক আক্তারকে আটক করে পুলিশ। স্বজনদের অভিযোগ, পরকীয়ার জেরে আড়াই বছরের শিশুকে শ্বাসরোধ করে হত্যার পর মরদেহ গ্রামের বাড়ি নিয়ে আসা হয়েছে।
তবে এ ব্যাপারে অভিযুক্ত শারমিন আক্তার বলেন, আমি আমার ছেলেকে হত্যা করিনি ও অসুস্থ হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে, আমার কাছে সব কাগজ পত্রই আছে। সঠিক তদন্ত করলেই সত্যি ঘটনা বেরিয়ে আসবে।মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) শেখ সাব্বির হোসেন জানান, ‘শিশুটির মরদেহ রাজধানী ঢাকার কেরানীগঞ্জ থেকে মাদারীপুরে নিয়ে আসার পর ঘটনা জানাজানি হয়। স্বজনদের অভিযোগ মাথায় নিয়ে পুলিশ কাজ শুরু করছে। পরকীয়ার অভিযোগ থাকায় অভিযুক্ত মা শারমিন আক্তারকে জিজ্ঞাসাবাদ এর জন্য পুলিশ হেফাজতে নেয়া হয়েছে। ময়না তদন্ত রিপোর্ট হাতে পেলে পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।’
মাদারীপুরে পরকীয়ার বলি আড়াই বছরের শিশু, অভিযুক্ত মা আটক
আরও পড়ুন