31.5 C
Dhaka
সোমবার, মে ১২, ২০২৫
অপরাধ ও প্রশাসনমাদারীপুরে চাঁদা না দেয়ায় ব্যবসায়ীর বাড়িতে হামলা, বিচারের দাবিতে মানববন্ধন

মাদারীপুরে চাঁদা না দেয়ায় ব্যবসায়ীর বাড়িতে হামলা, বিচারের দাবিতে মানববন্ধন

মাদারীপুরে চাঁদা না দেয়ায় এক ব্যবসায়ীর বাড়িতে হামলার ঘটনার বিচার দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী। সোমবার দুপুরে সদর উপজেলার মোস্তফাপুর ‘বড়ব্রিজ’ এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এ সময় বড়বাড্ডা গ্রামের মৃত ইউসুফ হাওলাদারের ছেলে ভুক্তভোগী রেজাউল হাওলাদার জানান, সম্প্রতি বাড়িতে নতুন একটি টিনশেট ঘর নির্মাণ করে বসবাস করে আসছে। গত ৫ মে বিকেলে চতুরপাড়া এলাকার মৃত হাকিম উদ্দিন মাতুব্বরের ছেলে আকবর মাতুব্বর লোকজন নিয়ে ৫ লাখ টাকা চাঁদা দাবি করেন ধান ব্যবসায়ী রেজাউল হাওলাদারের কাছে। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে আকবর মাতুব্বর ও তার লোকজন ব্যবসায়ীর বসতঘর ভাংচুর ও লুটপাট করেন বলে অভিযোগ ভুক্তভোগীর। পরে গত ৭ মে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আকবর মাতুব্বরসহ ৫ জনের নামে চাঁদা ও হত্যাচেষ্টা মামলা করেন রেজাউল। মামলাটি আমলে নিয়ে আদালতের বিচারক সিআইডিকে তদন্তের নির্দেশ দেন। এই ঘটনায় জড়িত অভিযুক্তদের বিচারের দাবিতে মানববন্ধন করে ভুক্তভোগী ও এলাকাবাসী। পরে অনুষ্ঠিত হয় বিক্ষোভ মিছিল।

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বাধিক পঠিত

পাঠকের মন্তব্য