27 C
Dhaka
বৃহস্পতিবার, নভেম্বর ২১, ২০২৪
দেশে বিদেশেমুজিব বর্ষে বঙ্গবন্ধুকে সম্মান জানিয়ে ডাকটিকিট প্রকাশ করেছে তুরস্ক

মুজিব বর্ষে বঙ্গবন্ধুকে সম্মান জানিয়ে ডাকটিকিট প্রকাশ করেছে তুরস্ক

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সম্মানে তুরস্ক একটি ডাকটিকিট প্রকাশ করেছে।

তুরস্কে বাংলাদেশের রাষ্ট্রদূত মসুদ মান্নান এবং তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাংস্কৃতিক শাখার মহাপরিচালক ডেনিস চাকর মঙ্গলবার একটি বিশেষ সভায় তুরস্কের ডাক বিভাগ কর্তৃক প্রকাশিত ডাকটিকিটটি প্রকাশ করেন।

জাতির পিতার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে মসুদ মান্নান বলেন, বঙ্গবন্ধু বাংলাদেশ এবং বিশ্বব্যাপী শান্তি, গণতন্ত্র এবং ধর্মনিরপেক্ষতার প্রতীক। সারা জীবন, তিনি মানবতা, মানুষের আর্থ-সামাজিক স্বাধীনতা এবং তাদের ক্ষমতায়নের জন্য কাজ করেছেন।

প্রকাশিত ডাকটিকেটের অনুলিপি (ফটো সংগৃহিত )

ডাকটিকিট প্রকাশের ফলে বাংলাদেশ ও তুরস্কের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও গভীর হবে বলে দুজনেই একমত হয়েছেন।

রাষ্ট্রদূত মসুদ মান্নান তার জন্মশতবার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধুর সম্মানে ডাকটিকিটের জন্য ডেনিস চাকরকে ধন্যবাদ জানান।

 

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বাধিক পঠিত

পাঠকের মন্তব্য