15 C
Dhaka
মঙ্গলবার, জানুয়ারি ২১, ২০২৫
মতামতকী আছে মেসির ১২৭ কোটি টাকার বিলাসবহুল বিমানে?

কী আছে মেসির ১২৭ কোটি টাকার বিলাসবহুল বিমানে?

ইউরোপ থেকে যখন নিজ দেশ আর্জেন্টিনায় পা রাখেন, লিওনেল মেসির সঙ্গী হয় কয়েকজন সতীর্থও। আর্জেন্টাইন অধিনায়ক যে শেষ কয়েক বছর ব্যক্তিগত বিমানে করেই আসা যাওয়া করছেন আর্জেন্টিনায়। মেসির ১২৭ কোটি টাকা দামের এই বিমানে কী নেই, বিলাসবহুল বিমানটিতে সুবিশাল বসার জায়গা আর স্নানাগার তো আছেই, আছে রান্নাঘর আর কনফারেন্স রুমও। 

২০১৮ সালে বিমানটি ভাড়া করেছিলেন মেসি। কারণটা অন্য কিছুই নয়, নিজের পরিবার ও প্রিয় বন্ধু-বান্ধবদের নিয়ে যে গোটা দুনিয়া চষে ফেলতে চান, তা আর আলাদা করে বলে দিতে হয় না। আর সে কারণেই প্রয়োজন পড়েছে এই উড়োজাহাজের।

এই উড়োজাহাজে কী যে নেই! দু-দুটো বাথরুম, একটা রান্নাঘর আর ১৬টা পুরু গদি-আঁটা চেয়ার। যেগুলোকে দিব্যি ভাঁজ করে ফেলাও যায়। আর তা করলেই সেগুলোকে ব্যবহার করা যায় আটটি বিছানা হিসেবে!

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বাধিক পঠিত

পাঠকের মন্তব্য