15 C
Dhaka
মঙ্গলবার, জানুয়ারি ২১, ২০২৫
দেশে বিদেশেউপকূল পেরিয়ে ওড়িশায় ঘূর্ণিঝড় ইয়াস, আসছে ক্ষয়ক্ষতির খবর

উপকূল পেরিয়ে ওড়িশায় ঘূর্ণিঝড় ইয়াস, আসছে ক্ষয়ক্ষতির খবর

ঘণ্টায় দেড়শ কিলোমিটার গতির বাতাসের শক্তি নিয়ে তাণ্ডব চালাতে চালাতে ভারতের ওড়িশা উপকূল অতিক্রম করে স্থলভাগে উঠে এসেছে ঘূর্ণিঝড় ইয়াস। স্থলভাগে উঠে আসার সময় এ ঝড়ের শক্তি কিছুটা কমেছে, অতি প্রবল ঘূর্ণিঝড় থেকে পরিণত হয়েছে প্রবল ঘূর্ণিঝড়ে। এদিকে ঝড়ের মধ্যে ক্ষয়ক্ষতির খবর আসতে শুরু করেছে গণমাধ্যমে। ওড়িশার পাশাপাশি পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকায় চলছে ভারি বর্ষণ। উপকূলের নিচু এলাকায় কয়েক হাজার কাঁচা ঘর জলোচ্ছ্বাসে ভেসে গেছে, ভেঙে পড়েছে অসংখ্য গাছপালা। ভারতের আবহাওয়া অফিস জানিয়েছে, স্থানীয় সময় বুধবার সকাল সাড়ে ৮টার দিকে ঘূর্ণিঝড় ইয়াস ওড়িশা উপকূল অতিক্রম করতে শুরু করে। বেলা সাড়ে ১০টা থেকে সাড়ে ১১টার মধ্যে ঘূর্ণিঝড়ের কেন্দ্রভাগ বা চোখ বালাশোরের কাছ দিয়ে পুরোপুরি স্থলভাগে উঠে আসে। তখন এর কেন্দ্রে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ছিল ঘণ্টায় ১৩০ থেকে ১৪০ কিলোমিটার; যা দমকা বা ঝড়ো হাওয়ার আকারে ১৫৫ কিলোমিটার পর্যন্ত বাড়ছিল।

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বাধিক পঠিত

পাঠকের মন্তব্য