শীতলক্ষ্যা নদীর উভয় তীরের অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে নারায়ণগঞ্জ নদী বন্দর কর্তৃপক্ষ। গত শনিবার দুপুর থেকে বিকেল পর্যন্ত প্রায় ২০ এর অধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে ।
উল্লেখযোগ্য অবৈধ স্থাপনার মধ্যে বন্দর উপজেলার মাহমুদনগর ও শহরের নিতাইগঞ্জে দুটি শিপইয়ার্ডের স্পিকিং ডক, তানবাজার গোডাউন ও অন্যান্য কাঁচা ঘর উচ্ছেদ করা হয়েছে। বিআইডব্লিউটিএর নির্বাহী ম্যাজিস্ট্রেট শোভন রাংসা নেতৃত্ব দিয়েছেন এ উচ্ছেদ অভিযান। এছাড়াও উচ্ছেদ অভিযান এ উপস্থিত ছিলেন বিআইডব্লিউটিএ’র নারায়ণগঞ্জ নদী বন্দর এর যুগ্ম পরিচালক শেখ মাসুদ কামাল, উপ -পরিচালক মোবারক হোসেন, উপ -পরিচালক ইসমাইল হোসেন এবং সহকারী পরিচালক নাহিদ হোসেন।