19 C
Dhaka
শুক্রবার, জানুয়ারি ১০, ২০২৫
অপরাধ ও প্রশাসনএবার খিলগাঁওয়ে এলএসডিসহ গ্রেপ্তার ৫

এবার খিলগাঁওয়ে এলএসডিসহ গ্রেপ্তার ৫

রাজধানীর খিলগাঁওয়ে এলএসডিসহ পাঁচ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মতিঝিল বিভাগের উপ-কমিশনার (ডিসি) গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

এ ব্যাপারে আজ রোববার (৩০ মে) সন্ধ্যা সাড়ে ৭টায় রাজধানীর পল্টন থানায় ব্রিফিং করে বিস্তারিত তথ্য জানাবে পুলিশ।

এর আগে গত বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হাফিজুর রহমানের মৃত্যুর ঘটনা তদন্ত করতে গিয়ে এলএসডি (লাইসার্জিক অ্যাসিড ডাইথ্যালামাইড) জব্দ করেছিল পুলিশ। পুলিশ জানায়, দেশে এলএসডি জব্দের ঘটনা সেটাই প্রথম ছিল।

পরে এলএসডি বিক্রির সঙ্গে জড়িত থাকার অভিযোগে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের তিন ছাত্রকে গ্রেপ্তার করে পুলিশ। তারা হলেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের বিবিএর ছাত্র সাদমান সাকিব (রূপল) ও আসহাব ওয়াদুদ (তুর্জ) এবং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির ছাত্র আদিব আশরাফ। তাদের কাছে ২০০ ব্লট এলএসডি পাওয়া গেছে।

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বাধিক পঠিত

পাঠকের মন্তব্য